Nabadhara
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনা প্রেসক্লাবের বরাদ্দ বিষয়ে কেসিসি কর্মকর্তার বক্তব্যে সাংবাদিক সমাজের ক্ষোভ

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনা প্রেসক্লাবের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বিশেষ বরাদ্দের বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমানের বিতর্কিত বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ। তারা বলেছেন, একজন সরকারি কর্মকর্তা হয়ে উপদেষ্টা পর্যায়ের নির্দেশনার বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রশাসনিক শৃঙ্খলা ও শালীনতার পরিপন্থী।

সম্প্রতি খুলনা সিটি কর্পোরেশনের সাধারণ সভায় প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান স্থানীয় সরকার উপদেষ্টার নির্দেশনায় খুলনা প্রেসক্লাবের ক্ষতিগ্রস্ত ভবন পুনর্নির্মাণের জন্য বরাদ্দের বিষয়ে আপত্তি জানান এবং প্রশাসকের কাছে প্রশ্ন তোলেন কেন এই বরাদ্দ প্রেসক্লাবকে দিতে হবে। তার এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে প্রেসক্লাব নেতৃবৃন্দ একে ঔদ্ধত্যপূর্ণ ও ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন।

প্রেসক্লাব নেতারা অবিলম্বে শেখ হাফিজুর রহমানের বক্তব্য প্রত্যাহার এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, এ ধরনের আচরণ শুধু প্রেসক্লাব নয়, সমগ্র সাংবাদিক সমাজকে অসম্মানিত করেছে। অন্যথায় খুলনার সাংবাদিক সমাজ কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় খুলনা প্রেসক্লাব ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে একই স্থানে বহুতল মাল্টিপারপাস ভবন নির্মাণের লক্ষ্যে প্রেসক্লাব কর্তৃপক্ষ সরকারের কাছে আবেদন জানায়। স্থানীয় সরকার মন্ত্রণালয় বিধি মোতাবেক খুলনা সিটি কর্পোরেশনের মাধ্যমে প্রেসক্লাব উন্নয়নের জন্য আট কোটি টাকা বরাদ্দ অনুমোদন করে।

সাংবাদিক নেতারা প্রশ্ন তুলেছেন, সরকারি এই বরাদ্দের বিপক্ষে একজন কর্মকর্তা কেন অবস্থান নেবেন। তারা অভিযোগ করেন, শেখ হাফিজুর রহমান ইতোমধ্যেই অবসর গ্রহণ করেছেন; তবুও তিনি নিয়মনীতি উপেক্ষা করে অবৈধভাবে অফিস করছেন, যা প্রশাসনিকভাবে বিস্ময়কর।

খুলনা প্রেসক্লাব নেতারা বলেন, দীর্ঘদিন ধরে খুলনা সিটি কর্পোরেশন ও প্রেসক্লাবের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। কোনো ব্যক্তি বিশেষের কারণে এ সম্পর্ক নষ্ট হওয়ার সুযোগ নেই। তারা আশা প্রকাশ করেন, কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।