কুষ্টিয়া প্রতিনিধি
সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলাসহ দেশের সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়কে জেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক এস. এম. মাহফুজ উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন— সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপু, সহ-সভাপতি মজিবুল শেখ, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল, বাংলাভিশন ও দৈনিক দেশরূপান্তর পত্রিকার প্রতিনিধি হাসান আলী, এবং দৈনিক কুষ্টিয়ার নির্বাহী সম্পাদক আলী মুজাহিদ প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক সাগর সারওয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের এক যুগ পার হলেও বিচার না হওয়া গণমাধ্যমকর্মীদের জন্য গভীর হতাশার বিষয়। তারা কুষ্টিয়ায় নিহত সাংবাদিক রুবেল হত্যাসহ দেশের সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার দাবি করেন।
এসময় নেতৃবৃন্দ নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানান এবং চাকরিচ্যুত সাংবাদিকদের দ্রুত পুনর্বহালের আহ্বান জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন— সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. জিহাদ, কোষাধ্যক্ষ ও দৈনিক দেশতথ্য পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক, দৈনিক কালবেলা ও এটিএন বাংলার কুষ্টিয়া প্রতিনিধি তুহিন আহমেদ, দৈনিক দি টিচার সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি শরীফ বিশ্বাস, জিটিভির প্রতিনিধি কাজী সাইফুল, দৈনিক ইন্টারন্যাশনাল ও বাংলার কুষ্টিয়া প্রতিনিধি নাব্বির আল নাফিজ, দৈনিক সময়ের দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক মিরাজুল ইসলাম, যমুনা টিভির প্রতিনিধি রুহুল আমীন বাবু, আনন্দ টিভির প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রিগান, দৈনিক নয়দিগন্ত (ডিজিটাল)-এর প্রতিনিধি সোহাগ মাহমুদ, এবং দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রবিউল আলম ইভান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে কুষ্টিয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা ঐক্যবদ্ধভাবে জানান, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.