হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার তেমুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের আওতাধীন মনতলা বিওপির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোসাদ্দির (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের উত্তর বরগ গ্রামের আব্দুল উসমান মিয়ার ছেলে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “আটককৃত আসামি ও জব্দ করা ইয়াবা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। একই সঙ্গে চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।”

