মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাতে আক্কাস শিকদার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (০১ নভেম্বর) রাতে উপজেলার কাচনা উত্তর পাড়া গ্রামে নিজের মৎস্য ঘেরে বজ্রপাতে মারা যান তিনি। নিহত আক্কাস শিকদার কাচনা উত্তর পাড়া গ্রামের মোজাম শিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজের মাছের ঘেরে কাজ করতে গিয়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে, সেখানে তার মৃত্যু হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফজলুল হক বলেন, নিজের ঘেরে বজ্রপাতের শিকার হয়ে এক কৃষক মারা গেছেন। নিহতের স্বজনরা তার দাফনের ব্যবস্থা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

