হালুয়াঘাট(ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ কমপ্লেক্সের নিচতলায় নির্মাণকৃত লাইব্রেরি ও ধারা বাজারের অগ্রণী ব্যাংকের সামনে স্থাপিত পাঠাগারের জন্য বই উপহার দিল হালুয়াঘাট হেল্পলাইনের কর্মকর্তাবৃন্দ।
হালুয়াঘাট হেল্পলাইনের প্রধান পৃষ্টপোষক এডমিন আঃ লতিফ অর্থায়নে রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর হাতে এ বই উপহার হিসেবে তুলে দেন হালুয়াঘাট হেল্পলাইনের এডমিন মোঃ নাজমুল হুদা ।
এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম মিশু ও বাংলাদেশ ডাক বিভাগের পোস্ট মাস্টার মোঃ জান্নাতুল হক ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান বলেন, হালুয়াঘাট হেল্পলাইন সবসময় উপজেলার উন্নয়ন, সম্ভাবনা ও অসংগতিগুলো তুলে ধরে। এ ছাড়া সামাজিক বিভিন্ন কাজে তাদের অবদান উল্লেখযোগ্য। তাদের এই উপহারের বইগুলো আমরা সবার জন্য উন্মুক্ত করে দেবো। আশাকরি ভবিষ্যতেও তাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
এডমিন আঃ লতিফ বলেন, উপজেলায় আসা সেবা প্রার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এই অসাধারণ মানবিক উদ্যোগে সামিল হয়েছে 'হালুয়াঘাট হেল্পলাইন'।
অপেক্ষায় থাকা মানুষগুলোর জন্য জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হালুয়াঘাট হেল্পলাইনের পক্ষ থেকে মননশীল বইয়ের একটি সংগ্রহ স্থানীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন থেকে সেবা নিতে এসেও মানুষ পাবে জ্ঞানের সঙ্গী, আর অপেক্ষার সময়টা হবে আরও অর্থবহ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.