মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
জাতীয় সমাজকল্যাণ পরিষদের পুনর্বাসন কর্মসূচির আওতায় দিনাজপুরের বিরামপুর উপজেলায় ৪ জন উপকারভোগীর মাঝে ৩টি করে মোট ১২টি ছাগল বিতরণ করা হয়েছে। প্রতিজনের জন্য ২৫ হাজার টাকার অনুদানে এই সহায়তা প্রদান করা হয়।
রবিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ছাগল তুলে দেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল ও বিনাইল ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা উপস্থিত ছিলেন।
উপকারভোগীরা হলেন—জোতবানী ইউনিয়নের চাকুল গ্রামের আনোয়ার হোসেন (পিতা: তফিজ উদ্দিন মন্ডল)একই গ্রামের নছিমন বিবি (পিতা: সাহেবতুল্লা),বিনাইল ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আব্দুল খালেক (পিতা: আছির উদ্দিন),মুকুন্দপুর ইউনিয়নের দক্ষিণ মুকুন্দপুর গ্রামের তোফাজ্জল হোসেন (পিতা: মৃত দারাজ উদ্দিন)।
উপকারভোগীরা জানান, দীর্ঘদিন কর্মসংস্থান না থাকায় তারা আর্থিক কষ্টে ছিলেন। সরকারের এই সহায়তা তাদের পরিবারের আয়বৃদ্ধি ও স্বাবলম্বী হওয়ার পথে বড় ভূমিকা রাখবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, এই কর্মসূচির লক্ষ্য হলো বেকার ও অসহায় মানুষদের স্বাবলম্বী করে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারের এই পুনর্বাসন কর্মসূচি শুধু সহায়তা নয়, বরং আত্মনির্ভরশীল গ্রামীণ জীবনের প্রতীক।
স্থানীয়রা জানান, এ উদ্যোগের মাধ্যমে এলাকার দরিদ্র পরিবারের জীবনমানের উন্নয়ন ঘটবে এবং অন্যরাও কর্মমুখী হতে অনুপ্রাণিত হবে।

