নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলার সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম উপ-পরিচালক (৪র্থ গ্রেড) পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর এই সাফল্যে নরসিংদী স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
রবিবার (২ নভেম্বর) দুপুরে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নবপদোন্নত উপ-পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মুন্নী দাসসহ অন্যান্য মেডিকেল অফিসার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পদোন্নতি উপলক্ষে ধন্যবাদ জানিয়ে ডা. সৈয়দ আমিরুল হক বলেন, “এ পদোন্নতি আমার জন্য যেমন অনুপ্রেরণার, তেমনি বড় দায়িত্বেরও। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা সবাই একসাথে কাজ করে যাবো।”
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা তাঁর নিষ্ঠা, নেতৃত্বগুণ ও কর্মদক্ষতার প্রশংসা করেন এবং নরসিংদী স্বাস্থ্য বিভাগকে আরও গতিশীল ও জনগণমুখী করে তুলতে তাঁর অব্যাহত সাফল্য কামনা করেন।

