বেনাপোল(যশোর) প্রতিনিধি
যশোরের শার্শা সীমান্তের ইছামতী নদীতে বড়শি ফেলে ভাগ্য বদলে ফেললেন দুই বন্ধু। বিল্লাল হোসেন ও আব্দুর রহিম নামের ওই দুই তরুণের বড়শিতে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাস মাছ।
রোববার সকালে অগ্রভুলোট গ্রামের বিল্লাল (২৫) ও রহিম (২২) বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ইছামতী নদীতে বড়শি নিয়ে মাছ ধরতে যান। কিছুক্ষণ পর তাদের হুইলে টান অনুভূত হয়। টান সামলাতে গিয়ে তাঁরা বুঝতে পারেন, এটি কোনো সাধারণ মাছ নয়। পরে তিনজন মিলে খেলিয়ে খেলিয়ে মাছটি যখন ডাঙায় তোলেন, তখন উপস্থিত সবার চোখ ছানাবড়া।
মাছটি দেখতে নদীর পাড়ে মুহূর্তেই ভিড় জমে যায়। কেউ বললেন ২০ কেজি, কেউ ১৮ কেজি ওজন হবে—এ নিয়ে শুরু হয় বিতর্ক। পরে ভুলোট গ্রামের শিপন হোসেনের দোকানে মাছটি ওজন করা হলে ১৬ কেজি ধরা পড়ে। স্থানীয়রা ৩০০ টাকা কেজি দরে মাছটি ভাগ করে নেন।
বিল্লাল হোসেন জানান, তাঁরা প্রায় প্রতিদিনই বড়শি নিয়ে নদীতে মাছ ধরেন, তবে এমন বড় মাছ জীবনে প্রথম। তিনি বলেন, এবার নদীতে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে, এমন মাছ ধরা আমাদের জন্য সৌভাগ্যের।
শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন, নদী বা উন্মুক্ত জলাশয়ে বড়শি দিয়ে মাছ ধরা আইনগতভাবে নিষিদ্ধ নয়। এমন বড় পাঙ্গাস সাধারণত উজানের পানি ভেসে আসে। স্থানীয় খামার বা পুকুরে এত বড় মাছ চাষ হয় না। সম্ভবত মাছটি ভারতের কোনো দিক থেকে ভেসে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.