Nabadhara
ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আগামী ২৮ ডিসেম্বর থেকে যশোর শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু

যশোর প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

আগামী ২৮ ডিসেম্বর থেকে যশোর শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি ( অষ্টম শ্রেণি) পরীক্ষা শুরু হবে। এবারের বৃত্তি পরীক্ষার পাঁটি বিষয়ে পরীক্ষা নেয়া হবে। বিষয়গুলোর মধ্যে থাকবে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। রবিবার (২ নভেম্বর) যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

 

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, আগামী ২৮ ডিসেম্বর বাংলা পরীক্ষার মাধ্যমে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। তারপর ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত, ৩১ ডিসেম্বর বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হবে ১ টায় শেষ হবে। পরীক্ষা শুরু ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০ টা থেকে ১ টার মধ্যে শেষ হবে। শুধুমাত্র বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ১ টা ৩০ মিনিট সময় দেয়া হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার সাতদিন আগে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছ থেকে প্রবেশপত্র নিতে হবে। পরীক্ষার্থীদের নিজ নিজ উত্তরপত্রের ফরমে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীরা বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া অন্যকোন ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা কোন ইলেকট্রিনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না।

 

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, ‘শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে জুনিয়র বৃত্তি নেয়ার জন্য সব ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে। কেন্দ্র সচিবদের সেই ধরণের নির্দেশনাও দেয়া হচ্ছে। আশা করা যায়, শতভাগ স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।