মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার মনিরামপুর অফিস প্রধান মনিরুজ্জামান মনিরের সহধর্মিনী রোকসোনা জামান (৪৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (২ নভেম্বর) ভোররাতে পৌরসভার মোহনপুর এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জোহরবাদ মনিরামপুর আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে মরহুমার মরদেহ মাসনা মাদ্রাসা কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক পূর্বাঞ্চল পরিবারের সদস্যবৃন্দ। বিবৃতিতে স্বাক্ষর করেন সম্পাদক মণ্ডলীর সভাপতি ও ডেইলি ট্রিবিউন এর সম্পাদক বেগম ফেরদৌসী আলী, পূর্বাঞ্চল সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী সনি, মফস্বল সম্পাদক আসিব আলতাফ, নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, সহকারী সম্পাদক এস এম আতিয়ার রহমান, চিফ রিপোর্টার মোঃ সাহেব আলী, পরিকল্পনা সম্পাদক ফারুখ আহমেদসহ অন্যান্যরা।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, বিএনপি নেতা কামরুজ্জামান শাহিন, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, সহসভাপতি ফারুক আলম, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রয়েল, সাংগঠনিক সম্পাদক এস এস সিদ্দিক, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য উৎপল বিশ্বাস, সদস্য রিপন হোসেন সাজু, সাংবাদিক সানোয়ার হোসেন তিতুসহ প্রমুখ।
সাংবাদিক মনিরুজ্জামান মনিরের সহধর্মিনীর মৃত্যুতে মনিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।

