Nabadhara
ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে চারলেন সড়ক নির্মাণ কাজ শুরু

একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ শহরের প্রবেশদ্বার পল্লী বিদ্যুৎ প্রাঙ্গন থেকে আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) পর্যন্ত ৩৮০০ মিটার সড়ক চার লেনে উন্নীত করতে নেওয়া হয়েছে মেগা প্রকল্প। বহু প্রতীক্ষিত এ প্রকল্পের নির্মাণকাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্টান।

স্থানীয়দের মতে, অপরিকল্পিত যানবাহনের চলাচল, ফুটপাত দখল, স্থাপনা নির্মাণ ও এলোমেলো পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত যানজটে ভুগতে হচ্ছে শহরবাসীকে। শহরের প্রধান সড়কটি চার লেনে উন্নীত হলে নাগরিক ভোগান্তি লাঘব হওয়ার পাশাপাশি শহরের চেহারায় পরিবর্তন আসবে বলে স্থানীয় সচেতন নাগরিকদের অভিমত।

শহরের হাছননগর বক পয়েন্ট এলাকার বাসিন্দা রিংকু চৌধুরী বলেন, ‘সুনামগঞ্জ শহরের অন্যতম বড় সমস্যা যানজট। ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যানবাহন এখন শহরে চলছে। সড়কের ট্রাফিক ব্যবস্থাও কার্যকর নয়। এই অবস্থার উন্নয়নে চার লেন সড়ক প্রকল্পটি শহরবাসীর জন্য আশীর্বাদস্বরূপ। আমরা চাই, এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন হোক।’

জানাযায়, প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪০ কোটি টাকা। প্রকল্পের আওতায় থাকবে সড়কের মাঝখানে ডিভাইডার, উভয় পাশে ফুটপাত-সক্ষম ড্রেনেজ ব্যবস্থা এবং আধুনিক অটো সিগন্যালিং সিস্টেম।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) উপ বিভাগীয় প্রকৌশলী মো: আশরাফুল হামিদ বলেন, ‘সুনামগঞ্জ শহরের মূল সড়ক সম্প্রসারণে চার লেন প্রকল্পটি কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।আশা করি দেড় বৎসরের ভিতরে প্রকল্পটি সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে শহরের যানজট কমে আসবে এবং ট্রাফিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।