মনিরামপুর (যশোর) প্রতিনিধি
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে মনিরামপুরের মশিয়াহাটীতে বাংলাদেশ কৃষি ব্যাংক মশিয়াহাটী শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে গ্রাহক সেবা ও আর্থিক সাক্ষরতা বিষয়ক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এর খুলনা বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মোঃ আবু হাশেম মিয়া। বিকেবি মশিয়াহাটী শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল আলীম সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ এনায়েত করিম।
অন্যান্য উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন মশিয়াহাটী ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মনিশান্ত মন্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকৃতি মন্ডল, কৃষি ব্যাংক কর্মকর্তা অমিত কুমার বসু, শৈলেন্দ্রনাথ রায়, কুলটিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলেষ সরকারসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় গ্রাহক সেবা ও আর্থিক সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা হয় এবং তরুণদের অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানটি এলাকার শিক্ষার্থী ও উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার এক মঞ্চ হিসেবে মূল্যায়িত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.