Nabadhara
ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুদের টাকা নিয়ে দৌলতপুরে বিরোধ, শতাধিক পরিবার গ্রামছাড়া

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে সুদের টাকা নিয়ে সৃষ্ট বিরোধে শতাধিক পরিবার গ্রামছাড়া হয়েছে। উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের টলটলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর ওই পরিবারগুলো গ্রামছাড়া হয়। গ্রামছাড়া পরিবারগুলোকে নিজ গ্রাম ও বাড়িতে ফেরানোর জন্য শনিবার (১ নভেম্বর) সকালে দৌলতপুর থানা পুলিশ উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, টলটলি পাড়া গ্রামের ডাক্তার এনায়েতের অনুসারী এনামুল, জমিরসহ শতাধিক ব্যক্তি ৩-৪ বছর আগে স্থানীয় ব্যবসায়ী মাসুদ-এর কাছ থেকে উচ্চ সুদে প্রায় ২ কোটি টাকা ঋণ নেয়। পরবর্তীতে চক্রবৃদ্ধি হারে সুদ বেড়ে সুদে আসলে তা বিপুল অংকে পরিণত হলে এ টাকা ফেরত দিতে তারা ব্যর্থ হয়।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন হলে সুদী ব্যবসায়ী মাসুদ তার পাওনা টাকা দাবি করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের পর ঋণ গ্রহীতা শতাধিক পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যায়।
শুন্য বাড়িতে তাদের ফেরত আনার জন্য শনিবার সকালে দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ ওই গ্রামে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক ও গ্রামছাড়া পরিবারের সদস্যদের ফিরিয়ে আনার উদ্যোগ নেন। তবে স্থানীয়দের বাধার মুখে তা ব্যর্থ হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, এলাকার পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষের সঙ্গে কথা বলে দ্রæতই সমস্যার সমাধান করা হবে বলে আশা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।