Nabadhara
ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে ডা. ফখরুদ্দিন মানিকের সমাবেশে চাঁদাবাজদের বিরুদ্ধে সতর্কবার্তা

ফেনী প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ফেনী-০৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক বলেছেন, দেশে আবারো চাঁদাবাজীর মহোৎসব চলছে। প্রতিষ্ঠিত ব্যবসায়ী থেকে ফুটপাতের বাদাম বিক্রেতা—কেউই চাঁদাবাজদের হাত থেকে নিরাপদ নয়। চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে এমনকি রাজনৈতিক দলের কর্মীও হত্যা ও হুমকির শিকার হয়েছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এমন ঘটনা বাংলাদেশের জন্য অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য।

 

ডা. মানিক ফেনীর দাগনভূঞা উপজেলার পুর্বচন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ-আমুভুঁঞার হাটে অনুষ্ঠিত ভোট কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “উপযুক্ত প্রমাণ থাকলেও প্রশাসন নির্বিকার। তাই জনগণের জান-মাল রক্ষার জন্য পাড়া-মহল্লায় চাঁদাবাজদের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

 

তিনি আরও বলেন, যে সকল রাজনৈতিক দল এবং নেতাদের আশ্রয়ে চাঁদাবাজী চলছে, তাদেরও গ্রেফতার করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। ডা. মানিক ঘোষণা করেন, তাদের অঙ্গীকার দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন, এবং নিজস্ব নেতা-কর্মীরা চাঁদাবাজীতে অংশগ্রহণ করে না। তিনি জনগণকে আহবান জানান, আগামী নির্বাচনে চাঁদাবাজদের হাত থেকে দেশ রক্ষায় ‘দাঁড়িপাল্লা’ কে সমর্থন করুন।

 

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন, পাটোয়ারশ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহকারী সেক্রেটারি হাসান আল মাহমুদ, উপজেলা সভাপতি আব্দুল মতিন, আইবিডব্লিউএফ ফেনী শহর সেক্রেটারি ফখরুল ইসলাম, ইউনিয়ন আমীর মাও আব্দুল ওহাব, সেক্রেটারি মো: হাসান, শিবির সভাপতি তানভীর মিশকাতসহ জামায়াত ও শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।