Nabadhara
ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ৫ দফা দাবী মেনে নেওয়ায় অটোরিক্সা চালকদের ধর্মঘট প্রত্যাহার

জামালপুর প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ৫ দফা দাবী মেনে নেওয়ায় ব্যাটারিচালিত অটোরিক্সা চালকরা ১০ ঘন্টা পর ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছেন। রবিবার (২ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সাথে সভায় দাবী মেনে নেওয়ায় অটোরিক্সা মালিক, চালক ও শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেন।

সকাল ৬টা থেকে ইজিবাইক ও রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচি শুরু হয়। দুপুরে শহরের গেইটপাড় এলাকা থেকে প্রতিবাদ মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন।

এরপর অটোরিক্সা চালকদের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ঘন্টাব্যাপী সভা করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক মৌসুমী খানম, লাইসেন্স ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম, এবং ইজিবাইক ও রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে শাহ ফতেহ উল্লাহ হামেদী, খাইরুল ইসলাম, রুকন মিয়া, মেহের উদ্দিন ও চান মিয়া।

সভায় সিদ্ধান্ত হয়:

১.পৌরসভার লাইসেন্সপ্রাপ্ত অটোরিক্সা শহরের বাইরে যেতে পারবে না।

২.পৌরসভার বাইরের ইজিবাইক বা অটোরিক্সা শহরে প্রবেশ করতে পারবে না।

৩.প্রতিটি অটোরিক্সার ডানদিকে ব্যারিয়ার দিয়ে যাত্রী উঠানামা বন্ধ রাখতে হবে।

৪.ইজিবাইকের লাইসেন্স ফি ৩ হাজার টাকা, ছোট অটোরিক্সার ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

৫.লাল ও সবুজ রঙের যানবাহন সপ্তাহের ৭ দিন চলবে, রংবিহীন যান চলাচল করতে পারবে না।

৬.নতুন করে কোন লাইসেন্স প্রদান করা হবে না।

৭.অবৈধ যানবাহন চললে ২০ হাজার টাকা জরিমানা হবে।

৮.সকল মহাসড়কে অটোরিক্সা চলাচল বন্ধ থাকবে।

অটোরিক্সা মালিক ও চালক শাহ ফতেহ উল্লাহ হামেদী জানান, “দাবী মেনে নেওয়ায় আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। এখন থেকে আবার আগের মতই যানবাহন চলাচল করবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।