জামালপুর প্রতিনিধি
জামালপুরে ৫ দফা দাবী মেনে নেওয়ায় ব্যাটারিচালিত অটোরিক্সা চালকরা ১০ ঘন্টা পর ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছেন। রবিবার (২ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সাথে সভায় দাবী মেনে নেওয়ায় অটোরিক্সা মালিক, চালক ও শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেন।
সকাল ৬টা থেকে ইজিবাইক ও রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচি শুরু হয়। দুপুরে শহরের গেইটপাড় এলাকা থেকে প্রতিবাদ মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন।
এরপর অটোরিক্সা চালকদের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ঘন্টাব্যাপী সভা করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক মৌসুমী খানম, লাইসেন্স ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম, এবং ইজিবাইক ও রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে শাহ ফতেহ উল্লাহ হামেদী, খাইরুল ইসলাম, রুকন মিয়া, মেহের উদ্দিন ও চান মিয়া।
সভায় সিদ্ধান্ত হয়:
১.পৌরসভার লাইসেন্সপ্রাপ্ত অটোরিক্সা শহরের বাইরে যেতে পারবে না।
২.পৌরসভার বাইরের ইজিবাইক বা অটোরিক্সা শহরে প্রবেশ করতে পারবে না।
৩.প্রতিটি অটোরিক্সার ডানদিকে ব্যারিয়ার দিয়ে যাত্রী উঠানামা বন্ধ রাখতে হবে।
৪.ইজিবাইকের লাইসেন্স ফি ৩ হাজার টাকা, ছোট অটোরিক্সার ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
৫.লাল ও সবুজ রঙের যানবাহন সপ্তাহের ৭ দিন চলবে, রংবিহীন যান চলাচল করতে পারবে না।
৬.নতুন করে কোন লাইসেন্স প্রদান করা হবে না।
৭.অবৈধ যানবাহন চললে ২০ হাজার টাকা জরিমানা হবে।
৮.সকল মহাসড়কে অটোরিক্সা চলাচল বন্ধ থাকবে।
অটোরিক্সা মালিক ও চালক শাহ ফতেহ উল্লাহ হামেদী জানান, “দাবী মেনে নেওয়ায় আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। এখন থেকে আবার আগের মতই যানবাহন চলাচল করবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.