সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় পঁচা মাংস ব্যবসায়ীকে দুই মাসের কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (০২ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা পৌরসভার চত্ত্বরে নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম এই আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম আব্দুল কাদের (৪৫)। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে।
জানা গেছে, রোববার সকালে মাংস ব্যবসায়ী আব্দুল কাদের দেবহাটা উপজেলার কুলিয়া থেকে পঁচা মাংস সাতক্ষীরায় নিয়ে আসেন। এরপর নিউ মার্কেট এলাকায় ৩০ কেজি খাসির মাংসসহ তিনি আটক হন হোটেল ব্যবসায়ী মালিক সমিতির স্বেচ্ছাসেবকদের কাছে। পরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা কর্তৃক মাংস দুর্গন্ধযুক্ত ও খাওয়ার অনুপযোগী শনাক্ত হলে, ভ্রাম্যমাণ আদালত উক্ত ব্যবসায়ীকে সাজা প্রদান করেন। একই সাথে জব্দকৃত মাংস বিনষ্ট করা হয়।
সাতক্ষীরা হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী সমিতির কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

