ঝালকাঠি প্রতিনিধি 
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, 'নির্বাচন কমিশন থেকে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী খরচ বাবদ নির্ধারিত অর্থ বেধে দেয়া হলেও সেটা বাস্তবতার সাথে মিল থাকেনা। অনেক প্রার্থী শুধু ভোটের দিন কোটি টাকা খরচ করে। এই চক্র আমাদের ভাঙ্গতে হবে। নির্বাচন কমিশন থেকে প্রতিটি আসনের জন্য একটি পোষ্টারে সকল প্রার্থীদের তধ্য ও প্রতীক ছাপিয়ে প্রচার করলে ব্যায় কমে যাবে।
রোববার ২ নভেম্বর বিকালে ব্যারিস্টার ফুয়াদ ঝালকাঠি আসলে এবি পার্টির নেতা-কর্মীরা ঝালকাঠির প্রবেশদ্বার কালিজিরা সেতু এলাকায় তাকে বরণ করেন। সেখান থেকে মোটর শোভাযাত্রা করে দলীয় নেতাকে ঝালকাঠি শহরে নিয়ে আসা হয়।
পরে তিনি এবি পার্টির নেতা কর্মীদের সাথে সাক্ষাত করেন এবং কাজী খলিলুর রহমান মিলনায়তনে স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন।
এবি পার্টি থেকে ঝালকাঠি-২ আসনের জন্য মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী শেখ জামাল হোসেনকে গণমাধ্যম কর্মী এবং উপস্থিত সকলের সাথে পরিচয় করিয়ে দেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহুর্তে তার সফরে দলীয় নেতা কর্মীরা অনেকটা উজ্জীবিত হয়েছেন।
এক সাক্ষাতকারে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ঝালকাঠির শিক্ষা,স্বাস্থ্য এবং নদী ভাঙন রোধে আমরা (এবি পার্টি) কাজ করতে চাই। আমাদের দলের প্রার্থী পোড় খাওয়া রাজনীতিবীদ শেখ জামাল হোসেনকে পরিয়চ করাতে এসেছি। ঝালকাঠি শহরের পরিচ্ছন্নতা আমার কাছে ভালো লাগেনি। এখানে সরকারী কাজের আন্তরিকতায় ঘাটতি আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.