তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বর্তমান সরকারের যদি সংস্কারের ম্যান্ডেট না থাকে, জুলাই সনদ ঘোষণা দেয়ার ম্যান্ডেট না থাকে, তাহলে কোন কোন ম্যান্ডেডে নির্বাচন দেবে।
নির্বাচন অবশ্যই আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া উচিত। নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায়, যারা এই সরকারের সাথে জুলাই সনদকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। এ সরকারের যেমন নির্বাচন দেয়ার ম্যান্ডেড রয়েছে, জুলাই সনদের ম্যান্ডেড রয়েছে, তেমনি এ সরকারের সংস্কারের ম্যান্ডেট রয়েছে। সুতরাং সংস্কার প্রক্রিয়াকে যথাসময়ে শেষ করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে।
আজ রবিবার দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের স্বভাবে তিনি এসব কথা বলেন।
শাপলা প্রতীক কেন এনসিপি বেছে নিয়েছে এ বিষয়ে তিনি বলেন, জনগণের চাওয়া, জনগণের প্রত্যাশা, জনগণের আকাঙ্ক্ষাকে আমরা রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করি। জনগণের আকাঙ্ক্ষা শাপলা প্রতীক। এটা জনগণের কাছ থেকেই এসেছে। এনসিপি যারা করে তারা ছাড়াও যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারা সহ প্রত্যেকটা মানুষ চায় এনসিপির মার্কা হওয়া উচিত শাপলা।
আগামী নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলের সাথে জোটের ব্যাপারে তিনি বলেন, আমরা তাদেরকেই আমাদের জোট বন্ধ করব যারা সংস্কারের পক্ষে অবস্থান ব্যক্ত করেছে এবং যারা ২৪ যেই জন আকাঙ্ক্ষার কারণে ঘটেছে, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদের ক্ষোভের যে বহিঃপ্রকাশ হিসেবে এবং রাষ্ট্রের সংবিধানিক রাষ্ট্রের কাঠামোর যেই দুর্বলতা সেগুলো উত্তরও নেই যারা আমাদের পাশে থাকবে তাদেরকে নিয়েই আমাদের জোট হতে পারে।
ভোলা জেলা জাতীয় নাগরিক পার্টি সভাপতিত্ব ও প্রধান সমন্বয়কারী মো. মেহেদী হাসান শরীফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, এনসিপির বরিশাল বিভাগীয় সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল ডা. মাহমুদা আলম মিতু প্রমুখ।
সভায় ভোলা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.