আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার কালিবাড়ী বাজারে ইউনিয়নের দফাদার ও মহল্লাদারদের মাঝে শার্ট বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় বাজারস্থ ব্যক্তিগত কার্যালয়ে এই পোষাক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা তৃণমূল দলনের সভাপতি এমডি আলমগীর কবির চাম্পাফুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। নির্বাচন সামনে রেখে তিনি এলাকার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এ অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি ১০ জন গ্রাম পুলিশ ও দফাদারকে একটি করে শার্ট উপহার দেন। এ বিষয়ে সাংবাদিকদের তিনি জানান, তার পক্ষ থেকে এলাকার ৭ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, অসহায়দের মাঝে কম্বল বিতরণ, উজিরপুরের কাঠের ব্রীজ সংস্কারে এক লাখ ৫০ হাজার টাকা ব্যয়, বিভিন্ন মসজিদ-মন্দিরে অনুদান, অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা এবং রাস্তা সংস্কারের জন্য অর্থ ব্যয় করা হয়েছে।

