ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলামের পক্ষে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে রবিবার বিকেলে জুনিয়াদহ বাজারে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশের সভাপতিত্ব করেন জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন।
সমাবেশে বক্তব্য রাখেন জুনিয়াদহ ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পথসভা শেষে গণমিছিল জুনিয়াদহ বাজার থেকে নৌহিড় মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে এবং সেখানে একটি শেষ পথসভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.