ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
রবিবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে জেলা পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইমুম মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বর পক্ষের লোকজনের মধ্যে গত শুক্রবার জমি নিয়ে সালিশ বৈঠক বসে। তবে সমাধান না হওয়ায় রবিবার বিকেলে ফের বৈঠকে বসে দুই পক্ষ। কোনো সন্তোষজনক সিদ্ধান্ত না আসায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে উভয় গ্রুপ ঢাল, শরকি, কালি, কাতরা, টেঁটা ও সড়কের ইট ব্যবহার করে মুখোমুখি লড়াই করে। এসময় মাথায় হেলমেট পরা সশস্ত্র লোকজন একে অপরের উপর হামলা চালায়। সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানসিফ যুবায়ের জানান, এখন পর্যন্ত ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, বেপরোয়া গ্রামবাসীদের শান্ত করতে প্রথমে সমস্যা হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

