খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় অনুমোদনহীন বালু মহালে অভিযান চালিয়ে দুইজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার কবাখালী ইউনিয়নের মিলনপুর শ্মশান ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।
অভিযানে স্থানীয় মো. আলাউদ্দিন ও শান্তি জীবন চাকমা ওরফে দর্শনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(২) ধারায় দোষী সাব্যস্ত করে মোট ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করলে তাদের ছেড়ে দেওয়া হয়।
ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, ‘অনুমোদনহীনভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয় এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর ও সরঞ্জাম জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.