কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. শরীফুল আলমের সঙ্গে উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শরীফুল আলম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শরীফুল আলম বলেন, “বর্তমান সময়ে ছাত্রদলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে। নির্বাচনে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে সমন্বিত টিম গঠন, সাংগঠনিক গ্যাপ পূরণ এবং অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এখনই সবাইকে প্রস্তুত হতে হবে নির্বাচনী মাঠের জন্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাজল ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক।
সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান বলেন, “কুলিয়ারচরের ছাত্রদলের নেতাকর্মীরা শুধু রাজনৈতিক নির্যাতনের শিকার নয়, তারা গুলিবিদ্ধ হয়েছেন, জেল-জুলুম সহ্য করেছেন। আমরা ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শহীদ রেফায়েত উল্লাহর আত্মত্যাগ কখনো ভুলব না। তাঁর রক্ত আমাদের প্রেরণা।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান নাজিম এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান খান।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম আরিফ, কুলিয়ারচর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরমান মিয়া, কলেজ শাখার সভাপতি আরিফ মিয়া আতিকসহ ইউনিয়ন, উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সাংগঠনিক গ্যাপ নিরসন, নির্বাচনকালীন প্রস্তুতি ও শরীফুল আলমের বিপুল ভোটে বিজয় নিশ্চিত করতে ছাত্রদলের করণীয় ও কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

