Nabadhara
ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে প্যাথলজী অভিযানে ২ টিতে জরিমানা ১ টি বন্ধ

আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর সদরে প্যাথলজী গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ টিতে জরিমানা, ১ টি বন্ধ ঘোষণা করা হয়েছে।

২ নভেম্বর (রবিবার) বিকাল ৪ টার দিকে শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন এর পরিচালনায় মোবাইল কোর্টের মাধ্যমে বিধি ভঙ্গের দায়ে পরিচালিত শ্যামনগর প্যাথলজি ৩ হাজার ও ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া লাইসেন্স না থাকায় লাইসেন্স নবায়ন না করায় এবং অন্যান্য কাগজপত্র না থাকায় মেডিকেল সাইন্স ল্যাব কে তালা বদ্ধ করা হয়।

এ ছাড়াও তট প্যাথলজি, বিসমিল্লাহ প্যাথলজি, মডেল প্যাথলজিও অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সংবাদ পেয়ে মানবসেবা ল্যাব প্যাথলজি ( কফি হাউজের উপরে) , আল মদিনা প্যাথলজি কৌশলে মালিক পক্ষ তালা বদ্ধ করে পলায়ন করে। সেখানে অভিযান করতে গিয়ে তালা বদ্ধ দেখা যায়। অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. জিয়াউর রহমান, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম ও শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।