দুর্গাপুর(রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে পাঁচ বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে শফিউল ইসলাম শফি (১৬) নামে বখাটে যুবককে আটক করে থানা পুলিশের দিয়েছে উত্তেজিত জনতা।
২ নভেম্বর (রবিবার) সকাল ১১টার দিকে থানার পৌর সদরের বরিদ বাসাইল গ্রামে এই ঘটনা ঘটে।
পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায় , শিশুটি বাড়ির আশেপাশে খেলাধুলা করছিল। এ সময় লম্পট শফিউল শিশুটিকে পেয়ারা পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে। বাড়ি থেকে কিছুটা দূরে টুটুলের পুকুর পার্শের আম বাগানে নিয়ে যায়। শিশুটির মা আমিরা খাতুন তার মেয়েকে দেখতে না পেয়ে, চারদিকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে প্রতিবেশীরা ও মেয়েটিকে খুঁজতে থাকে। এ সময় পুকুর পাড়ে মেয়েটিকে ধর্ষণ চেষ্টা রত অবস্থায় দেখা গেলে, শফিউল পালানোর চেষ্টা কালে গ্রামবাসীরা ধরে ফেলে। জিজ্ঞাসাবাদ এক প্রর্যয়ে ধর্ষণ চেষ্টা কথা শিকার করে। পরবর্তীতে তাকে দুর্গাপুর থানা পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন পুলিশি হেফাজতে রয়েছেন। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে, পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

