গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পৌরসভার সুন্দরদী ঐতিহ্যবাহী পোদ্দারবাড়ি মনসা মন্দিরে বার্ষরিক মনসা পূজা সোমবার সম্পন্ন হয়েছে।
শত বছরের পুরানো ঐতিহ্যবাহী পোদ্দারবাড়ি মনসা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও প্রবীন ব্যক্তিত্ব রবিন্দ্র নাথ (রবি) পোদ্দার জানান, প্রতি বছরের ন্যায় বাংলা কার্তিক মাসের ১৬ তারিখ সকাল ১০টার সময় মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে পূজা শুরু হয়। পুরোহিদ সাগর চক্রবর্তী জানান, দিনভর পূজা শেষে বিকেলে প্রসাদ বিতরন করা হবে। পূজা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্তদের সমাগম ঘটে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

