সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগে পিন্টু দাস (৪৫) নামে এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে স্থানীয়দের সহযোগিতায় তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃত পিন্টু দাস উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ক্ষুদিরাম জলদাসের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শনিবার (১ নভেম্বর) বিকেলে ওই শিশু শিক্ষার্থী বিষ্ণুপুর গ্রামের ছোট ফেনী নদীর তীরে খেলতে যায়। এ সময় পিন্টু দাস কৌশলে শিশুটিকে একান্তে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়।
ঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, অভিযুক্তকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

