সোনাগাজী (ফেনী)প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে অপহৃত এক কিশোরী (১৫) কে উদ্ধার করেছে পুলিশ। চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের ভূঁইয়া বাজার এলাকা থেকে রোববার রাত দশটায় তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই কিশোরীকে দীর্ঘদিন যাবৎ প্রেমের প্রস্তাবে চরচান্দিয়া গ্রামের নুর আলমের ছেলে সাগর প্রেমের প্রস্তাবে উত্ত্যক্ত করে আসছে। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৭ ক্টোবর রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে তাকে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা সাগর, মো.আজাদ, ওহিদ, সিফাত ও কাজল সহ মাইক্রোবাস যোগে অপহরণ করে নিয়ে যায়। অজ্ঞাত স্থানে ওই কিশোরীকে ধর্ষণ করে।
এ ঘটনায় তার মা বাদী হয়ে মামলা করলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কিশোরীকে উদ্ধার করা হয়। সোমবার সকালে শারীরিক পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

