স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইলের মাসুম ফকির (৩৫) হত্যা মামলায় প্রেমিকা আশা বেগম (৩০) ও আরাফত শেখ (৩২) নামে দু’জন কে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং রোমান ভূঁইয়া (৩৩) নামে এক ব্যক্তিকে সাত বছরের কারাদন্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া আসামি শাবানা খাতুন কে বেকসুর খালাস দেয়া হয়েছে।
সোমবার (৩নভেম্বর) দুপুর আড়াই টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষনার সময় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আশা বেগম ও আরাফত শেখ আদালতের কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন। অপর আসামী রোমান ভূঁইয়া এসময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়,সদর উপজেলার নাকশী গ্রামের মৃত তোকাম ফকিরের ছেলে মাসুম ফকির ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুজি করে তার সন্ধান পাননি। ঘটনার ৫দিন পর ১৩ ডিসেম্বর লোহাগড়া উপজেলার জালালশি গ্রামের তপন বিশ্বাসের বাড়ির সন্নিকট নবগঙ্গা নদীর উত্তর পাড়ের চর থেকে পুলিশ মাসুমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই শহিদুল ফকির বাদী হয়ে নিহত মাসুম ফকিরের প্রেমিকা আশা বেগম কে আসামি করে ১৫ ডিসেম্বর নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় দুই নারীসহ চারজন কে আসামি করে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। মোট ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় প্রদান করেন।
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.