আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ দেবহাটার সরকারী কর্মকর্তা ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার ৩ নভেম্বর সকাল ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) শরীফ খাঁন, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, উপজেলা প্রকৌশলী দ্যূতি মন্ডল, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঈনুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা আরডিও সন্দীপ কুমার মন্ডল, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সখিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, বিজিবির দেবহাটা ক্যাম্পের ইনচার্জ নায়েব সুবেদার শাহজাহান আলীসহ সকল দপ্তরের সরকারী কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগন।
সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সকল সরকারী কর্মকর্তাদেরকে সরকারের নির্দেশনা যথাযথভাবে পালন করার তাগিদ দিয়ে বলেন, সরকারী বিধি বিধান অনুসারে নিয়মনীতির মধ্যে থেকে সকলকে দায়িত্ব পালন করতে হবে। দেশের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র চলছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, বর্তমানে আমাদের সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করে দেশ যেন ব্যর্থ না হয় সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।
এছাড়া আগামী নির্বাচনের কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, নির্বাচনে যার উপরে যে দায়িত্ব পড়বে সেটা অবশ্যই সঠিকভাবে পালন করতে হবে।

