স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৩নভেম্বর) দুপুরে নড়াইলের লোহাগড়া চৌরাস্তা এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।
এছাড়া উপস্থিত ছিলেন- ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কাজি শত্তকত আলী, নড়াইল জেলা কমিটির সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সস্পাদক আনোয়ার হোসেন,লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি হাফিজুর রহমান,সাধারণ সস্পাদক মোল্যা বদিয়ার রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতানসহ প্রমুখ।
বক্তারা,সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া বিএনপিসহ জাতীয় রাজনীতিতে তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়া দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

