এম.এস.রয়েল,কেন্দুয়া( নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা–৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তে এই মনোনয়ন প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
মনোনয়ন প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ড. রফিকুল ইসলাম হিলালী বলেন,“আলহামদুলিল্লাহ—এই প্রাপ্তি আমার জীবনের পরম আনন্দ ও গৌরবের। তবে এই আনন্দ শুধু আমার নয়, এটি কেন্দুয়া–আটপাড়ার প্রতিটি মানুষের, ত্যাগী নেতাকর্মীর এবং শুভানুধ্যায়ীর। এই অর্জন সম্ভব হয়েছে আপনাদের দোয়া, ভালোবাসা ও অবিচল সমর্থনের ফলে।”
তিনি দলের সকল মনোনয়ন প্রত্যাশী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,আমরা সবাই একই পরিবারের সদস্য। আমরা প্রতিদ্বন্দ্বী ছিলাম, কিন্তু কখনোই প্রতিপক্ষ নই। এখন সময় সংযম, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার। কোনো আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ বা সামাজিক মাধ্যমে উসকানিমূলক পোস্ট থেকে বিরত থাকুন।
ড. হিলালী আরও বলেন, ধানের শীষ আমাদের বিশ্বাস, ঐক্য ও বিজয়ের প্রতীক। ইনশাআল্লাহ, আল্লাহ তায়ালা আমাদের চূড়ান্ত বিজয় দান করবেন, তখনই আমরা উদযাপন করব স্মরণকালের সেরা বিজয়ের আনন্দ।
উল্লেখ্য, ড. রফিকুল ইসলাম হিলালী চার দশকের বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
তিনি জাতীয় নির্বাহী কমিটিরও একজন সক্রিয় সদস্য। ২০০৬,২০০৮,২০১৮ সালেও তিনি দলীয় মনোনয়ন পেয়েছিলেন। নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মাঝে “দুর্দিনের হিলালী ভাই” হিসেবে পরিচিত। এবং বিগত ১৬ বছরের তিনি ৫৬টি মামলার আসামি হয়ে জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তিনি একজন বিএনপির আপোষহীন যোদ্ধা হিসেবে পরিচয় রয়েছে এলাকায়।

