আজাহার আলী, বগুড়া
সকলের সঙ্গে মিলেমিশে জীবনধারণ করা এবং সুখে–দুঃখে একে অপরের পাশে এসে দাঁড়ানোর মধ্যেই জীবনের যথার্থ সার্থকতা নিহিত। মানুষ সমাজবদ্ধ জীব। আর জনসেবা হলো সেই সমাজবদ্ধ মানুষের প্রকৃত মনুষ্যত্ব অর্জনের দীক্ষার মন্ত্র। দুঃখী মানুষের দুঃখ মোচন, বিপন্ন জনের কল্যাণে সেবার হাত বাড়িয়ে দেওয়া এবং ছোট ছোট উপকারে ব্রতী হওয়ার মধ্য দিয়েই এর পূর্ণ বিকাশ ঘটে। এমন মানবিক চিন্তা–চেতনাকে প্রতিনিয়ত বাস্তবে রূপ দিচ্ছে মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি।
শুক্রবার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় মরহুম প্রফেসর ডাঃ শহীদুল্লাহ-জাহানারা স্মরণে নোভা ফাউন্ডেশনের সহযোগিতায় মুনলাইটের তৃতীয় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিনামূল্যে পরিচালিত এই স্বাস্থ্যক্যাম্পের প্রথম দিনেই এলাকায় ব্যাপক সাড়া পড়ে। সকাল থেকেই আশপাশের গ্রামের অসহায় ও দুস্থ রোগীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। প্রথম দিনেই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
প্রথম দিনই শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ক্যাম্পে রোগীদের ব্যবস্থাপত্র দেয়া হয় ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় ।
চিকিৎসা নিতে আসা বৃদ্ধ আশরাফ আলী (৭০) বলেন, দীর্ঘদিন ধরে বাতব্যথায় ভুগছি। এক বছর আগে ছেলে হাসপাতালে নিয়ে গিয়েছিল, কিছুটা আরাম পেয়েছিলাম। কিন্তু এরপর আর যেতে পারিনি। হাতুড়ে ডাক্তার আর কবিরাজের চিকিৎসায় তেমন কাজ হয়নি। আজ মুনলাইট আমাদের এলাকায় চিকিৎসার ব্যবস্থা করায় আমরা সত্যিই উপকৃত হয়েছি।
শুধু আশরাফ আলী নন, চিকিৎসা নিতে আসা জরিনা, লুৎফর, হাফেজা ও ফুলচাঁনসহ অনেকেই জানান, আমরা হাতের কাছে ভালো ডাক্তার পাই না। হাতুড়ে ডাক্তার ও কবিরাজের ওপরই নির্ভর করি। অনেকের চোখে দেখা যায় না, কেউ চলাফেরা করতে পারেন না। পরিবারের লোকজন শহরে নিয়ে যেতে পারে না। বিনা চিকিৎসায় আমরা ধুকে ধুকে মরছি। চিকিৎসা নিতে আসা রোগীরা মুনলাইটের আয়োজক কর্মীদের জানান মাসে অন্তত একবার আমাদের এলাকায় চিকিৎসার আয়েজন করলে আমরা অনেক উপকৃত হবো।
ক্যাম্পে রোগী দেখেন ডাঃ ইমন আলী ও ডাঃ সামিহা আফরিন খান । চিকিৎসকদের সহযোগিতা করেন নার্স শ্রাবনী আক্তার ও লুবনা আক্তার জেলি । মুনলাইটের পক্ষ থেকে ক্যাম্পটির আয়োজন করেন মোঃ জনি ইসলাম ও মোঃ নাছিদ আহম্মেদ।
ক্যাপশন: গাবতলীর মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় ডাঃ শহীদুল্লাহ-জাহানারা স্মরণে নোভা ফাউন্ডেশনের সহযোগিতায় মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত।

