সজিবুল হৃদয়, লালপুর (নাটোর) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি সংসদীয় আসনে সম্ভব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া) আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
সোমবার (৩ নভেম্বর) বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রার্থী ঘোষণার পর প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, আমার ওপর আস্থা রাখার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। নাটোর-১ আসনের প্রতিটি নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে আসনটি বিএনপিকে উপহার দিতে চাই। দল আমার প্রতি যে বিশ্বাস রেখেছে, তার যথাযথ প্রতিদান দিতে সচেষ্ট থাকবইনশাআল্লাহ।

