কালিহাতী (টাঙ্গাইল)প্রতিনিধি
আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা অনুমোদন করা হয়।
তালিকায় টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ লুৎফুর রহমান মতিন।
প্রাথমিক তালিকা ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পরই কালিহাতীর এলাঙ্গা এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। তারা আতশবাজি ফোটান ও মিষ্টি বিতরণ করে প্রার্থী লুৎফুর রহমান মতিনের প্রতি সমর্থন প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.