নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলার ১১টি উপজেলা মিলে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করায় নেতা-কর্মীদের মাঝে যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
বিএনপি দলীয় ঘোষণা অনুযায়ী নওগাঁ ১ (পোরশা-নিয়ামতপুর-সাপাহার) আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মোস্তাফিজুর রহমান, নওগাঁ ২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সামসুজ্জোহা খান জোহা, নওগাঁ ৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ফজলে হুদা বাবুল, নওগাঁ ৪ (মান্দা) আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ডাঃ ইকরামুল বারী টিপু ও নওগাঁ ৬ (আত্রাই-রাণীনগর) আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন এস এম রেজাউল ইসলাম রেজু। এছাড়াও জেলার সদর উপজেলায় এখনো প্রার্থী হিসেবে কারো নাম ঘোষণা করা হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.