Nabadhara
ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন

Link Copied!

মোঃমিজানুর রহমান, কালকিনি,ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে আনিসুর রহমান তালুকদার খোকনের নাম ঘোষণা করা হয়েছে।

প্রার্থীতা ঘোষণার পর সোমবার সন্ধ্যায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন।
বক্তব্যে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, “এই আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। আমি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ছিলাম, আছি এবং থাকব। তৃণমূলের নেতাকর্মীরাই আমার শক্তি। তাদের নিয়েই এই আসনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাব।”

ঘোষণার পর থেকে কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন স্থানে খোকনের সমর্থকদের মধ্যে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তে আনিসুর রহমান তালুকদার খোকনের মনোনয়নকে স্বাগত জানিয়েছে তৃণমূলের নেতাকর্মীরা। তারা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।