বেনাপোল(যশোর) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী মফিকুল হাসান তৃপ্তি ছাত্রদলের রাজনীতি থেকে তার রাজনৈতিক পথ শুরু করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিতে যুক্ত হন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি এসএম হল শাখা ছাত্রদলের সভাপতি, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
ছাত্ররাজনীতি থেকে মূলধারার রাজনীতিতে প্রবেশের পর তিনি কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সর্বশেষ দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তিনি দলীয় নেতৃত্বের আস্থাভাজন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে তিনি যশোর-১ (শার্শা) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার উদ্যোগে শার্শায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও জনসেবা অবকাঠামো নির্মাণ করা হয়। এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে তিনি প্রায় দুই শতাধিক বেকার যুবকের চাকরির ব্যবস্থা করেছেন, যা এলাকায় এক নজির স্থাপন করে।
মফিকুল হাসান তৃপ্তি জানিয়েছেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র কাঠামো মেরামতের লড়াইয়ে শার্শার নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে লড়ব।
স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তার মনোনয়ন প্রাপ্তিতে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, তৃপ্তির মতো অভিজ্ঞ, সংগঠিত ও জনপ্রিয় প্রার্থীর নেতৃত্বে শার্শায় নতুন করে জয়ের আশায় দলীয় কর্মীরা প্রস্তুতি নিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.