দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-১ (সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসন থেকে দলের মনোনয়ন পাওয়ায় দুমকি উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো এক আনন্দ মিছিল ও পথসভা করেছে। মনোনয়ন প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে তারা সাধারণ মানুষের মাঝে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করে।
৩ নভেম্বর সন্ধ্যার পরে দুমকির লেবুখালী ইউনিভার্সিটি স্কোয়ার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মিছিলটি লেবুখালী স্কোয়ার প্রদক্ষিণ করে। এ সময় স্কোয়ারের বিভিন্ন দোকান ও সাধারণ জনগণের মাঝে বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের’ ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।
এই আনন্দ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচিতে দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন
মোঃ মতিউর রহমান দিপু, দুমকী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।
সালাহ উদ্দিন রিপন শরীফ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব। সুমন শরীফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে আলতাফ হোসেন চৌধুরীর বিজয় সুনিশ্চিত করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    