Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 
নভেম্বর ৪, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এদিন বিএনপি ২৩৫টি আসনে সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে এই প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।

গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং বর্তমানে জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে দলটি তাঁর উপর আস্থা রাখে এবং তিনি ধারাবাহিকভাবে বিপুল ভোটে বিজয়ী হন।

নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন বঞ্চিত হলেও ২০১৮ সালের নির্বাচনে আবারও বিএনপির মনোনয়ন পান। তবে সে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে তিনি নির্বাচন বর্জন করেন। পরবর্তীতে ২০১৯ সালের উপনির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন।

২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে তিনি এবং আরও ছয়জন সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

রাজনীতির পাশাপাশি গোলাম মোহাম্মদ সিরাজ একজন সফল উদ্যোক্তা। তিনি দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান এসআর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমে উত্তর জনপদের ১০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।