স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইলের লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪নভেম্বর) সকাল ১১ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের নির্বাহী সচিব ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন,নড়াইল পুলিশ সুপার রবিউল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দা নাইমা আলমসহ প্রমুখ।
এবছর নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৪ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে তিনটি কলেজের ৪৪ জন, ৩২ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬৩ জন,১১ টি মাদরাসার ৫১ জন ও একটি কারিগরি কলেজের ৩ জন প্রতি শিক্ষার্থীকে ১ হাজার ৫০০ টাকা করে এবং উচ্চশিক্ষায় ১৩ জন প্রতি শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ২৭৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ৪ লাখ ৫৬ হাজার ৫০০ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.