Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মিথ্যা মামলার প্রতিবাদে গাজীপুরে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
নভেম্বর ৪, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও সত্য ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, ভূক্তভোগী ব্যবসায়ী সুব্রত চন্দ্র দাস ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তার মালিকানাধীন দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতেন বিবাদী গৌরাঙ্গ চন্দ্র দাস। দোকান ভাড়া দীর্ঘ দিন বকেয়া থাকায় তাকে দোকান ছেড়ে দিতে বলেন তিনি।

বিগত ৩০ আগষ্ট বিবাদী অঙ্গীকার নামা সম্পাদনের মাধ্যমে তাকে দোকান ঘর বুঝাইয়া দেয়। কিন্তু পরবর্তীতে বিগত ৩১ অক্টোবর গৌরাঙ্গ চন্দ্র দাস ও তার সহযোগীরা তার দোকানে হামলা চালায় এবং দোকান লুটপাট করে। পরবর্তীতে গৌরাঙ্গ চন্দ্র দাস তাকেসহ ৫ জনের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা দায়ের করেন।

তিনি বলেন, নিজের সাফ কাওলা দলিল দ্বারা কেনা জমিতে বিবাদীদের নানা অত্যাচারে তিনি হয়রানিরসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং ব্যবসা পরিচালনা করতে পারছেন না।

এসময় ভুক্তভোগী আরও বলেন, তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসন যেন সত্য উৎঘাটন করে ন্যায় বিচার করেন এমন দাবি করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।