খাগড়াছড়ি প্রতিনিধি
পরিবেশ ও নদী বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের খাগড়াছড়ি জেলা কমিটি গঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইসলাম মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৪ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শামীম উদ্দিন, সাধারণ সম্পাদক হয়েছেন এডভোকেট মোঃ আফছার হোসেন রনি ও সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহসভাপতি মোঃ ওসমান গণি, সহসভাপতি মোঃ আমির হোসেন রোজেল, মোঃ দেলোয়ার, মোঃ কামরুজ্জামান, মোঃ মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন, মোঃ আসাদুজ্জামান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. ইসমাইল হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ ফারুখ আহম্মেদ সানি, অর্থ সম্পাদক এড. মোঃ মাসুদ রানা, তথ্য ও গবেষণা সম্পাদক এম.এ. সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হাছান, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার রুবী, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু বক্কর ছিদ্দিক, জীববৈচিত্র্য সম্পাদক প্রণয় বড়ুয়া, দপ্তর সম্পাদক নহি বিকাশ ত্রিপুরা, এবং পাঠচক্র সম্পাদক ফারুক আহমেদ। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফারজানা ইয়াছমিন, মোঃ রফিকুল ইসলাম ও সুমি আক্তার।
বাংলাদেশ নদী পরিব্রাজক দল নদী ও জলাশয় সংরক্ষণ, উন্নয়ন এবং নদীতীরবর্তী মানুষের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনটি তরুণ সমাজকে নদী ও পরিবেশ বিষয়ে সচেতন করতে নিয়মিত নদী ভ্রমণ, নদী পরিদর্শন এবং বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করে থাকে।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    