আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার বাকাইল রোডের জিকুর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির প্রাণ। তাদের ঐক্য, সাহস ও ত্যাগই আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি করবে।”
সভায় প্রধান বক্তা ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস।
তিনি বলেন, “উপজেলা ও পৌর বিএনপির নতুন নেতৃত্ব জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।”
বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরু জামাল খসরু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান।
নূরু জামাল খসরু বলেন, “বিএনপি হচ্ছে গণমানুষের দল। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার মাধ্যমেই গণতন্ত্রের সূর্য আবার উদিত হবে।”
আর মো. হাসিবুল হাসান বলেন, “আমরা সংগঠনকে আরও গতিশীল করতে চাই। তরুণ প্রজন্মকে বিএনপির আদর্শে উদ্বুদ্ধ করাই এখন প্রধান লক্ষ্য।”
সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন।
তিনি বলেন, “দলের প্রতিটি কর্মীই আমাদের শক্তি। জনগণের ভালোবাসা অর্জনের মাধ্যমে বিএনপিকে আবারও শীর্ষে তুলে আনতে হবে।”
সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইস্রাফিল মোল্যা।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুন মাস্টার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা বিএনপির সদস্য ইশা খান, এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব নিয়ামুল হাসান পারভেজ।
সভায় বক্তারা বলেন, বিএনপি সবসময় দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে কাজ করছে। ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীরাই ভবিষ্যতের আন্দোলনের ভিত্তি গড়ে তুলবেন।
এ সময় বক্তারা ফরিদপুর-১ আসনে আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান।
সভাস্থলে নেতাকর্মীরা স্লোগান দেন—“নাসির ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে”,“ফরিদপুর-১ আসনে নাসির ভাইকে এমপি চাই”,“ফরিদপুর-১ আসনের বিজয়ের মেলা পড়বে কে, নাসির ভাই ছাড়া আছে কে”,“ধানের শীষ মার্কা জয় হোক নাসির ভাইয়ের।”
পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও গণজমায়েতপূর্ণ। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.