Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ট্রাকের চাপায় নিহত ৬

নোয়াখালী প্রতিনিধি 
নভেম্বর ৪, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কবিরহাট-টু-বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিএনজি চালক খোকন (৪৬), যাত্রী তানিম হাসান (২৬), মো. সুমন (৩৩) ও শাহাদাত হোসেন (৩৬)। তাৎক্ষণিকভাবে আরও এক নারীসহ দুইজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে জেলা শহর মাইজদী থেকে ৫ জন যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশ্যে রওনা দেয় একটি যাত্রীবাহী সিএনজি। পথে কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলিয়া মাদরাসার সামনে পৌঁছালে সিএনজিটির সামনের এক্সেল ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি সড়কের উল্টো পাশে চলে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৪ জন যাত্রী মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মোট ছয়জন মারা গেছেন। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।”

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।