নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কবিরহাট-টু-বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিএনজি চালক খোকন (৪৬), যাত্রী তানিম হাসান (২৬), মো. সুমন (৩৩) ও শাহাদাত হোসেন (৩৬)। তাৎক্ষণিকভাবে আরও এক নারীসহ দুইজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে জেলা শহর মাইজদী থেকে ৫ জন যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশ্যে রওনা দেয় একটি যাত্রীবাহী সিএনজি। পথে কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলিয়া মাদরাসার সামনে পৌঁছালে সিএনজিটির সামনের এক্সেল ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি সড়কের উল্টো পাশে চলে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৪ জন যাত্রী মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মোট ছয়জন মারা গেছেন। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।”
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.