Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মেহেরপুর প্রতিনিধি 
নভেম্বর ৪, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি 

মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত গাংনী বাসস্ট্যান্ড এলাকায় প্রায় দুই ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে।

এ সময় উভয় পক্ষের অন্তত ১৯টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং জাভেদ মাসুদ মিল্টনের অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অফিসের সাইনবোর্ড, আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেহেরপুর-২ (গাংনী) আসনে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেন। এর প্রতিবাদে জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে এবং মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

মঙ্গলবার সকালে উভয় পক্ষের নেতাকর্মীরা নিজ নিজ অবস্থানে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে মিল্টনপন্থীরা আমজাদ হোসেনের অফিসের সামনে গিয়ে মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে আমজাদ হোসেনের সমর্থকরা পাল্টা ধাওয়া দিলে সংঘর্ষ শুরু হয়। এতে অফিস ভাঙচুর, আসবাবপত্রে আগুন দেওয়া ও সড়কে টায়ার জ্বালানোর ঘটনা ঘটে।

ঘটনা প্রসঙ্গে সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, “নেতাকর্মীদের আমি স্পষ্টভাবে বলেছি কোনো হাঙ্গামায় জড়াতে নয়। তবে কেউ আমাদের ওপর হামলা করলে প্রতিহত করা হবে।”

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, “বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে বলে জানিয়েছে প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।