নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চলে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে মাধবদী থানার চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুর খেয়াঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেয়াঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় শহিদ মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যার জেরে খেয়াঘাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার সকালে পুনরায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে টেঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নাদির ও আলমগীর নামে দুইজন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে, তবে প্রশাসনের কঠোর নজরদারিতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.