Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী মিন্টুকে অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক

সোনাগাজী(ফেনী)প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সোনাগাজী(ফেনী)প্রতিনিধি

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত সংসদ সদস্য প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবুল আউয়াল মিন্টুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণার পর ফেনী-৩ আসনে আবুল আউয়াল মিন্টুর নাম ঘোষিত হলে ডা. ফখরুদ্দিন মানিক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অভিনন্দন বার্তা প্রকাশ করেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি মিন্টুর ছবি সংবলিত একটি পোস্টে লেখেন—“শুভেচ্ছা ও মোবারকবাদ! জনাব আব্দুল আউয়াল মিন্টু ভাই।”

মুহূর্তের মধ্যেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেকে এটিকে “৫ আগস্টের পর নতুন বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা” হিসেবে উল্লেখ করে মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা মন্তব্য করেছেন—এটি দেশের রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে।

এ বিষয়ে ডা. ফখরুদ্দিন মানিক বলেন, “আবদুল আউয়াল মিন্টু ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, আমরা শুভেচ্ছা বিনিময় করেছি। তিনি একজন অভিজ্ঞ রাজনীতিক, আমি তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”

উল্লেখ্য, ফেনীর অপর দুটি আসনে বিএনপি ঘোষিত প্রার্থীরা হলেন—ফেনী-১ আসনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,এবং ফেনী-২ আসনে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আব্দীন ভিপি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডা. মানিক ও মিন্টুর পারস্পরিক শুভেচ্ছা বিনিময় রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করছে, যা ভবিষ্যতের সহনশীল রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।